হলিউডের তারকা জগতে জনপ্রিয় জুটি হিসেবে ধরা হয় ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে। দুজনকেই একসাথে ডাকা হয় ব্র্যাঞ্জেলিনা। সম্প্রতি জানা যায় এই তারকা জুটি তাদের স্থায়ী নিবাস লস এঞ্জেলস ছেড়ে পাড়ি জমাচ্ছেন ব্রিটেনের লন্ডন শহরে।
মার্কিন সাপ্তাহিক দৈনিক ইউএস উইকলির বরাত দিয়ে জানা যায় সম্প্রতির লন্ডনের সারে এলাকায় প্রায় ২১হাজার ডলার মাসিক খরচে একটি বাড়িও ভাড়া করেছেন এই দম্পত্তি।
বাড়িটিতে রয়েছে দুটি ইনডোর ও আউটডোর পুল জোন, সুইমিং পুল ও আটটি শয়ন কক্ষ। তবে হঠাৎ করেই কেন এ বাসস্থান পরিবর্তন তা স্পষ্ট করে জানাননি ব্র্যাঞ্জেলিনা দম্পত্তি।